তদন্তের অংশ হিসেবেই তনুর পরিবারকে ঢাকায় ডাকা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » তদন্তের অংশ হিসেবেই তনুর পরিবারকে ঢাকায় ডাকা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

asaduzzamanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তদন্তের অংশ হিসেবেই হত্যাকাণ্ডের শিকার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী তনুর পরিবারের সদস্যদের ঢাকায় ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ‘তনুর আত্মীয়স্বজনকে কেন ঢাকায় নিয়ে আসা হয়েছে, এ নিয়ে প্রশ্ন উঠছে। এটি একটি তদন্তের অংশ। তদন্ত চলছে। আমি মনে করি, তদন্তে সত্যিকারের ঘটনা উদ্ঘাটিত হবে।’

দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর পরিবারের পাঁচ সদস্যকে সিআইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়। সেখানে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার কথা তাদের।

এ সময় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার ও সাংবাদিক উৎপল নিখোঁজে আন্তরিকভাবে তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থা কাজ করছে। আমি আশা করি, যে দুজন হারিয়ে গেছেন বলে আপনারা বলছেন, এরা উদ্ধার হবেন।’

তবে নিখোঁজরা কবে নাগাদ উদ্ধার হবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *