দরপতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম

প্রচ্ছদ » Uncategorized » দরপতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ দশমিক ২২ শতাংশ।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া পুরো সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে মোট ৫ লাখ ৪০ হাজার টাকার।

দরপতনের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৩৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ লাখ ৮১ হাজার ৪০০ টাকার। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৯৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ফান্ডটির ইউনিট প্রতি দর ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন ফান্ডটির ৫ লাখ ৫০ হাজার ২০০ টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে ফান্ডটির মোট ২৭ লাখ ৫১ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে ৬ দশমিক ১৮ শতাংশ, সমতা লেদারের ৫ দশমিক ৭১ শতাংশ, ইমাম বাটনের ৫ দশমিক ১০ শতাংশ, লাফার্জ সুরমা সিমেন্টের ৪ দশমিক ৫১ শতাংশ, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাইের ৪ দশমিক ৫০ শতাংশ এবং ন্যাশনাল টিউবসের ৪ দশমিক ৪০ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *