দর বাড়ার শীর্ষে রেকিট বেনকিজার

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে রেকিট বেনকিজার

Reckittপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রেকিট বেনকিজার লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১১২ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার শেয়ারটি সর্বশেষ এক হাজার ৯১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৮৫ বারে ৫ হাজার ৬৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৬ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭৬ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৯৮ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ এক হাজার ৬২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৭৪ বারে ১৭ হাজার ১৩৬টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা নর্দার্ন জুটের ১৪ টাকা ৮০ পয়সা বা ৩ দশমিক ৭৭ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্যারমাউন্ট ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত, পাইনিয়র ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ইসলামিক ফিন্যান্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *