দর হারানোর শীর্ষে এনসিসি ব্যাংক

প্রচ্ছদ » আজকের সংবাদ » দর হারানোর শীর্ষে এনসিসি ব্যাংক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৪৫৪ বারে ৪৪ লাখ ১৭ হাজার ২৯টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ব্যাংক লিমিটেডের দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ১৩ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২০৭ বারে ৪ লাখ ৫৮ হাজার ৩৮৪টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে ১ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ১৪ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, সেন্ট্রাল ইন্স্যুরেন্সে, ইউনাইটেড এয়ার, জিল বাংলা সুগার, হক্কানি পাল্প, প্রাইম ফাইন্যান্স ১ম মি.ফা. ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *