ধুনটে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ধুনটে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ধুনট উপজেলার বাজার এলাকায় এ সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও উপজেলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন—উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজাউদৌলা রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন বাবু, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাজেদুল ইসলাম সাগর, যুবলীগের সুজন, বলয় মন্ডল, ছাত্রলীগের রাজু সুলতান, রুবেল বাবু, আরিফ, নাসিম, হৃদয়, আকাশ এবং অপর পক্ষের ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা, আহ্বায়ক পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস ছাত্তার ও যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম মিঠু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপনকে মারধর করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আওয়ামী লীগের দুই গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। পাশাপাশি ইট-পাটকেল ছোড়াছুড়িতে উপজেলা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এ সময় ইটপাটকেল ছোড়াছুড়ি হচ্ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ ফেব্রুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০