ন্যাশনাল ফিডের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » ন্যাশনাল ফিডের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২ শতাংশ নগদ লভ্যাংশ, আর বাকি ৮ শতাংশ বোনাস। তবে পরিচালক ও উদ্যোক্তা-শেয়ারহোল্ডারদের কোনো নগদ লভ্যাংশ দেওয়া হবে না। তারা শুধু ৮ শতাংশ বোনাস পাবেন।

বুধবার (২৮ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস ছিল ১৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৭৬ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *