প্রশ্নফাঁসের সময় চার শিক্ষক হাতেনাতে ধরা

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » প্রশ্নফাঁসের সময় চার শিক্ষক হাতেনাতে ধরা

qursenফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে প্রশ্নফাঁসের চেষ্টার সময় হাতেনাতে ধরা পড়লেন চারজন শিক্ষক। সোমবার সকাল ১০টার দিকে জেলার বোয়ালমারী উপজেলায় জর্জ একাডেমি কেন্দ্রে এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শুরুর আগে এ ঘটনা ঘটে।

ধরা পড়া শিক্ষকরা হলেন- ব্লাবন ঘোষ, রইচ উদ্দিন, সালমান মাহমুদ এবং শাহিন ফকির। কেন্দ্রের হল সচিব ও জর্জ একাডেমির প্রধান শিক্ষক এম এ আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষা শুরুর পরপরই চারজন শিক্ষক পরীক্ষার কক্ষে না গিয়ে শিক্ষকদের রুমে বসে প্রশ্ন কেন্দ্রের বাইরে পাঠানোর প্রস্তুতি নিয়েছিলেন। এ সময় কেন্দ্র পরিদর্শক সুদীপ বিশ্বাস বিষয়টি আঁচ করতে পেরে তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছে দুটি প্রশ্নের কপি ও হাতে লেখা প্রশ্নের উত্তরপত্র পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলি বলেন, আটক চার শিক্ষকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, প্রশ্নফাঁসের অভিযোগে চার শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার পরেই তাদের আদালতে পাঠানো হবে।

গত কয়েক বছর ধরেই প্রশ্নফাঁস একটি আলোচিত বিষয়। নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে ঠেকানো যাচ্ছে না প্রশ্নফাঁস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *