প্রাথমিক গণপ্রস্তাবের জন্য আবেদন করেছে ২৪টি কোম্পানি

প্রচ্ছদ » বিনোদন » প্রাথমিক গণপ্রস্তাবের জন্য আবেদন করেছে ২৪টি কোম্পানি

ipoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাবের জন্য (আইপিও) ২৪টি কোম্পানি আবেদন করেছে। এর মধ্যে ১১টি কোম্পানি বুকবিল্ডিং পদ্ধতিতে এবং বাকি ১৩টি কোম্পানি স্থির মূল্য পদ্ধতিতে আসতে আগ্রহী।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন করে আইপিওতে আসতে আবেদনকারা কোম্পানির মধ্যে বিভিন্ন খাতের প্রতিষ্ঠান রয়েছে।

নতুন করে আবেদন করা কোম্পানিগুলোর মধ্যে বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওতে আসতে আগ্রহী কোম্পানিগুলো হলো- এসটিএস হোল্ডিংস (অ্যাপোলো হাসপাতাল) ৭৫ কোটি টাকা, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ৬০ কোটি টাকা, রানার অটোমোবাইলস ১০০ কোটি টাকা, পপুলার ফার্মাসিউটিক্যালস ৭০ কোটি টাকা, ডেল্টা হসপিটাল ৫০ কোটি টাকা, ইনডেক্স এগ্রো ইন্ডাস্টিজ ৪০ কোটি টাকা,শামসুল আলামিন রিয়েল স্টেট ৮০ কোটি টাকা, এস্কয়ার নিট কম্পোজিট ১৫০ কোটি টাকা, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ১৫০ কোটি টাকা, এডিএন টেলিকম ৫৭ কোটি টাকা এবং লুব-রেফ বাংলাদেশ ১৫০ কোটি টাকা তুলবে কোম্পানিগুলো।

অভিহিত বা স্থির মূল্য পদ্ধতিতে আইপিওতে আসতে আগ্রহী কোম্পানিগুলো হলো- কাট্টালি টেক্সটাইল ৩৪ কোটি টাকা, ভিএপএস থ্রেড ২২ কোটি টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ২৬ কোটি ৭৯ লাখ টাকা, সিলভা ফার্মাসিউটিক্যালস ৩০ কোটি টাকা, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ৩০ কোটি টাকা, এমএল ডাইং ২০ কোটি টাকা, জেনেক্স ইনফোসিস ২০ কোটি টাকা, নিউ লাইন ক্লোথিং ৩০ কোটি টাকা, সিলকো ফার্মাসিউটিক্যালস ৩০ কোটি টাকা, ইলেক্ট্রো ব্যাটারি কোম্পানি সাড়ে ২২ কোটি টাকা, এসএস স্টিল ২৫ কোটি টাকা, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স পয় মেন্যুফ্যাকচারিং ২৫ কোটি টাকা এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স ১৬ কোটি টাকা তুলবে।

এদিকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বেশ কয়েক সপ্তাহ ধরে নতুন কোনো আইপিওর অনুমতি দিচ্ছে না। সূত্র বলছে পুঁজিবাজারের লেনদেন তলানীতে থাকায় নতুন আইপিও অনুমোদন সাময়িক বন্ধ রয়েছে। গত ৫টি নিয়মিত কমিশন সভায় কোনো আইপিও অনুমোদন পায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের গতিশীলতা ও গভীরতা বাড়াতে বিভিন্ন খাতের মৌল ভিত্তি সম্পন্ন কোম্পানি বাজারে অন্তর্ভুক্তির জন্য কাজ করে থাকে মার্চেন্ট ব্যাংকগুলো। তবে উদ্যোক্তাদের কাছে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির গুরুত্ব উপস্থাপনের জন্য ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানির আইপিও বাজারে আনার প্রয়োজন রয়েছে।

সূত্রঃ অর্থসূচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *