বছরের শুরুতেই বিনিয়োগ বেড়েছে বিদেশীদের

প্রচ্ছদ » Uncategorized » বছরের শুরুতেই বিনিয়োগ বেড়েছে বিদেশীদের

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের শুরুতে জানুয়ারি মাসে শেয়ারে বিনিয়োগ বেড়েছে বিদেশীদের। আলোচ্য সময়ে বিদেশীরা শেয়ার বিক্রির চেয়ে বেশি কিনছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদেশীরা জানুয়ারি মাসে ৮১৫ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিদেশীরা ৫৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। আলোচিত সময়ে বিদেশীদের শেয়ারে বিনিয়োগ বেড়েছে।

গত জানুয়ারি মাসে বিদেশীরা ৪৯৫ কোটি টাকার শেয়ার কিনেছে। এর আগে ডিসেম্বর মাসে বিদেশীরা শেয়ার কিনেছিল ২৪৬ কোটি টাকার। আলোচ্য সময়ে বিদেশীদের শেয়ার কেনার পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুন।

এদিকে গত মাসে বিদেশীদের শেয়ার বিক্রির পরিমানও কমেছে। গত মাসে বিদেশীরা শেয়ার বিক্রি করেছে ৩১৯ কোটি টাকার। এর আগে ডিসেম্বরে বিদেশীরা ৩৪৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল। আলোচ্য সময়ে বিদেশীদের শেয়ার বিক্রির পরিমাণও কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *