বন্ড ছেড়ে ২০০ কোটি টাকা তুলবে ফনিক্স ফাইন্যান্স

প্রচ্ছদ » Uncategorized » বন্ড ছেড়ে ২০০ কোটি টাকা তুলবে ফনিক্স ফাইন্যান্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ড ছেড়ে ২০০ কোটি টাকা তুলবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, সাবওর্ডিনেটেড বন্ড ইস্যু করে এই টাকা তুলতে চায় কোম্পানিটি। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটির মূলধনের প্রয়োজনীতা পূরণ করা হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই কোম্পানিটি এই বন্ড ইস্যু করতে পারবে।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৮ পয়সা।

কোম্পানির মোট শেয়ারের ৩৫.৭১ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২২.৫০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২ দশমিক ৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৯.৪৭ শতাংশ শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *