বিএনপির নেতাকর্মীরা সমবেত হয়ে স্মারকলিপি প্রদান

প্রচ্ছদ » Uncategorized » বিএনপির নেতাকর্মীরা সমবেত হয়ে স্মারকলিপি প্রদান

bnpনিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা বাতিল ও কারামুক্তির দাবিতে ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে দলটি। আজ রোববার বেলা ১২টার দিকে পুরান ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা সমবেত হয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।

খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান অর্থসূচককে এ তথ্য জানান। এর মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার থেকে শুরু হওয়া ৩ দিনের শান্তিপূর্ণ কর্মসূচির দ্বিতীয় দিনে স্মারকলিপি দিল দলটি। জেলা প্রশাসককে স্মারকলিপি জমা দেওয়া শেষে কার্যালয়ের সামনের সড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন উপস্থিত নেতাকর্মীরা।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা: দেওয়ান সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় নেতা রেজাউল কবির পল, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক কাউসার, জেলা যুবদলের আহব্বায়ক ভিপি নাজিম, ওয়ালিদ খান, ফজলুল হক বেলায়িতী, জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম, সাবিনা ইয়াসমিন, সাবেরা বেগমসহ ঢাকা জেলা বিএনপি যুবদল, ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী মিছিল সহকারে বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করেন।

এর আগে গত শনিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এ ছাড়া আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগরী ছাড়াও জেলা-মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এর পর ২২ ফেব্রুয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী বা নয়াপল্টনের কার্যালয়ের সামনে জনসভা করবে দলটি। এ জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে।

গত ৮ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয় আদালত।

একইসঙ্গে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার পর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় খালেদা জিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০