বিদেশি বিনিয়োগ : বাংলাদেশ ৪র্থ স্থানে

প্রচ্ছদ » Uncategorized » বিদেশি বিনিয়োগ : বাংলাদেশ ৪র্থ স্থানে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : স্বল্পোন্নত দেশগুলোতে (এলডিসি) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে বাংলাদেশ ৪র্থ স্থানে অবস্থান করছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, ২০১৬ সালে বাংলাদেশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ দাঁড়িয়েছে ২.৩ বিলিয়ন ডলারে। যা এর আগের বছর থেকে ৪ শতাংশ বেশি।

তবে এলডিসিভুক্ত দেশগুলোতে এর সার্বিক হার কমেছে। ৪৮টি দেশের এই হার ১৩ শতাংশ কমেছে। ২০১৬ সালে এলডিসিভুক্ত দেশগুলোতে বিনিয়োগ ছিল ৩৮ বিলিয়ন ডলার। যা এর আগের বছর ছিল ৪৪ ডলার।

এশিয়াতে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার ও নেপাল এলডিসিভুক্ত। জাতিসংঘ পৃথিবীর বিভিন্ন দেশকে স্বল্পোন্নত, উন্নয়নশীল ও উন্নত এ তিন ক্যাটাগরিতে ভাগ করে।

আঙ্কট্যাড এর আগে এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ২০১৮ সালের মধ্যে এলডিসি থেকে বের হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করবে। ২০২১ সালের মধ্যে এলডিসি থেকে বের হওয়ার জন্য বিবেচিত নির্দিষ্ট মানদণ্ড সন্তোষজনকভাবে বজায় রাখতে সক্ষম হবে। ২০২৪ সালে চূড়ান্তভাবে এলডিসি থেকে বের হতে সক্ষম হবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *