ব্লক মার্কেটে ১৯ কোম্পানির ৪৪ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৯ কোম্পানির ৪৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৩ লাখ ১ হাজার ২৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৩৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আইডিএলসি ৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ডাচ-বাংলা ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স, আইএফআইসি ব্যাংক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, লাভেলো আইসক্রিম, মালেক স্পিনিং, নিউ লাইন ক্লোথিংস, পিপসল ইন্স্যুরেন্স, রেনেটা, সাইফ পাওয়ারটেক, সায়হাম টেক্সটাইল ও সিলভা ফার্মা লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৯ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *