ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির ৫৭ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির ৫৭ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৬ লাখ ৩৪ হাজার ২২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ৮০ লাখ টাকা।

আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এডিএন টেলিকম লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বেক্সিমকো ৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, আল-হাজ্ব টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আমান ফিড, অ্যাপেক্স ফুডস, বিএটিবিসি, বে-লিজিং, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিকন ফার্মা, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, ঢাকা ডাইং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, এনভয় টেক্সটাইল, ফার কেমিক্যাল, ফ্যাস ফিন্যান্স, ফাইন ফুডস, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, আইএফআইসি ব্যাংক, ইসলামিক ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল হাউজিং, ওয়ান ব্যাংক, ফার্মা এইডস, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, রিজেন্ট টেক্সটাইল, সায়হাম কটন, সাউথবাংলা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৬ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *