মার্চের রপ্তানি আয় ২৪ হাজার ৮৯৭ কোটি টাকা

প্রচ্ছদ » Uncategorized » মার্চের রপ্তানি আয় ২৪ হাজার ৮৯৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : ২০১৬-১৭ অর্থবছরের মার্চ মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছে ৩১০ কোটি ৯৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা ২৪ হাজার ৮৯৭ কোটি ৪১ লাখ টাকা; যা এ সময়ের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১ দশমিক ৮৯ শতাংশ বেশি। সদ্য সমাপ্ত মাসে ৩০৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এপ্রিল মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরের মার্চ মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছিল ২৮৩ কোটি ১৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে বাংলাদেশের রপ্তানি আয় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।

হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল মোট ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের রপ্তানি আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৭১১ কোটি ১০ লাখ ডলার। এর বিপরীতে প্রথম ৩ প্রান্তিকে আয় হয়েছে ২ হাজার ৫৯৪ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৩০ শতাংশ কম।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৯ মাসের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় এবারের রপ্তানি আয় ৩ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ২ হাজার ৪৯৫ কোটি ৫১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২ হাজার ৯২ কোটি ৮৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ১ হাজার ১৪ কোটি ৩৫ লাখ ৫০ হাজার এবং ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে ১ হাজার ৭৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০