মাশরাফি-মুশফিকদের মাসিক বেতন বৃদ্ধি পেয়ে ৪ লাখ টাকা

প্রচ্ছদ » খেলা » মাশরাফি-মুশফিকদের মাসিক বেতন বৃদ্ধি পেয়ে ৪ লাখ টাকা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে প্রথম শ্রেণিতে থাকা খেলোয়াড়দের মাসিক বেতন বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। একইসঙ্গে খেলোয়াড়দের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এই তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বিসিবির সঙ্গে বর্তমানে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে প্রথম শ্রেণিতে আছেন ওডিআই অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক সাকিব আল হাসান, উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের প্রত্যেককে বর্তমানে মাসিক আড়াই লাখ টাকা হারে বেতন দেওয়া হয়। এ স্কেল বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে।

‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ২ লাখ টাকা। তাদের পারিশ্রমিক বাড়িয়ে করা হয়েছে ৩ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল দেড় লাখ টাকা। সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে ২ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ১ লাখ টাকা করে। তাদেরটা বেড়ে দাঁড়িয়েছে দেড় লাখে।

এছাড়া ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ৭৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

শুধু পারিশ্রমিকই নয়, বাড়ানো হয়েছে ম্যাচ ফিও। টেস্ট ম্যাচ প্রতি ক্রিকেটাররা ফি পেতেন ২ লাখ টাকা করে। সেটাকে এক লাফে বাড়িয়ে করা হলো সাড়ে তিন লাখ টাকা।

ওয়ানডেতে ফি পেতেন ১ লাখ টাকা করে। সেটা বেড়ে দাঁড়ালো ২ লাখে এবং টি-টোয়েন্টিতে ম্যাচ ফি ছিল ৭৫ হাজার টাকা। সেটাকে বাড়িয়ে দেয়া হলো ১ লাখ ২৫ হাজার টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০