রাজধানীতে বিআরটিসি বাসের নতুন ৩ সার্ভিস

প্রচ্ছদ » অর্থনীতি » রাজধানীতে বিআরটিসি বাসের নতুন ৩ সার্ভিস

brtcনিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) আগামী ২৫ মার্চ থেকে ঢাকায় নতুন তিনটি সার্ভিস চালু করতে যাচ্ছে।

নতুন সার্ভিসগুলো হল- বিআরটিসি ঊষা সার্ভিস, বিআরটিসি উত্তরা সার্কুলার সার্ভিস ও বিআরটিসি অফিস যাত্রী সার্ভিস।

বিআরটিসির সচিব নুর-ই-আলম জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। আগামী ২৪ মার্চ শিল্পকলা একাডেমির সামনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নতুন সার্ভিসের উদ্বোধন করবেন।’

বিআরটিসি ঊষা সার্ভিস
লঞ্চ বা স্টিমারে আসা যাত্রীদের ভোর ৫টা থেকে বিআরটিসি বাসের মাধ্যমে সদরঘাট থেকে গন্তব্যে পৌঁছে দেবে এ সার্ভিস। তিনটি গাড়ি তিনটি রুট দিয়ে টঙ্গী পর্যন্ত যাবে।

বিআরটিসি উত্তরা সার্কুলার সার্ভিস

উত্তরার সম্প্রসারিত তৃতীয় পর্ব থেকে উত্তরার বিভিন্ন সেক্টরের মধ্যে চারটি মিনিবাসের মাধ্যমে আন্তঃসেক্টর যাত্রীদের এ সেবা দেয়া হবে।

বিআরটিসি অফিস যাত্রী সার্ভিস
খিলক্ষেতে মতিঝিলমুখী অফিসগামী যাত্রীদের বিড়ম্বনা দূর করতে সকাল ৭টা থেকে তিনটি ডাবল ডেকারের মাধ্যমে এ সেবা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *