রাশিয়ায় পাতাল ট্রেনে হামলার ষড়যন্ত্রের দায় স্বীকার

প্রচ্ছদ » Uncategorized » রাশিয়ায় পাতাল ট্রেনে হামলার ষড়যন্ত্রের দায় স্বীকার

পুঁজিবাজার রিপোর্ট আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পাতাল ট্রেনে হামলার ষড়যন্ত্রের দায় স্বীকার করেছেন সন্দেহভাজন হিসেবে আটক এক ব্যক্তি।

রোববার এ ব্যক্তিকে আটক করে রুশ পুলিশ। তার নাম আবরর আজিমোভ। উল্লেখ্য, ওই হামলায় নিহত হন ১৪ জন।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

আজিমোভের আইনজীবী রুশ গণমাধ্যমকে জানিয়েছেন, আজিমোভের জন্ম ১৯৯০ সালে এবং সম্ভবত তিনি কিরগিজস্তান থেকে রাশিয়ায় আসেন। পাতাল ট্রেনে হামলার ষড়যন্ত্রের বিষয়টি ‘পুরোপুরি স্বীকার’ করেছেন তিনি।

৩ এপ্রিল সেন্ট পিটার্সবার্গের পাতাল ট্রেনে সন্ত্রাসী বিস্ফোরণ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত আটকদের মধ্যে নবম ব্যক্তি হলেন আজিমোভ।

তবে হামলাকারীর পরিচয় আগেই নিশ্চিত হওয়া গেছে। কিরগিজ বংশোদ্ভূত রাশিয়ার নাগরিক আকবরজন জালিলভ (২২) হামলা চালান। হামলার সময় তিনি নিহত হন।

এ হামলায় আহত হন কমপক্ষে ৫৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *