লন্ডনে মুসুল্লিদের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ

প্রচ্ছদ » খেলা » লন্ডনে মুসুল্লিদের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : লন্ডনের সেভেন সিস্টারস রোডের ফিনসবারি পার্ক মসজিদের কাছে হামলা ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ড্যারেন ওসবর্ন। ৪৭ বছর বয়সী ওসবর্নের বাড়ি ওয়ালসের কার্ডিফে।

স্থানীয় সময় রোববার রাতে নামাজ শেষে মুসল্লিরা যখন ঘরে ফিরছিলেন, তখন তাদের ওপর গাড়ি উঠিয়ে দেন ওসবর্ন। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়। হামলার পরপর আশপাশের লোকজন ওসবর্নকে আটকের পর পুলিশে সোপর্দ করে।

হামলার ঘটনার পরপর কার্ডিফ এলাকার একটি ঠিকানায় পুলিশ তল্লাশি চালিয়েছে। সেখানে ওসবর্ন বসবাস করতেন।

যুক্তরাজ্যর নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বেন ওয়ালেস বলেন, ড্যারেন ওসবর্ন নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, তিনি একা এ কাজ করেছেন।|

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চার সন্তানের জনক ওসবর্নের জন্ম সমারসেট জেলায়। হামলার পর সংবাদমাধ্যমে ওসবর্নের ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন তার স্বজন ও সাবেক প্রতিবেশীরা।

সেলিম নাইমা নামে ৫০ বছরের এক মুসলিম ট্যাক্সি চালক জানিয়েছেন, পাঁচ বছর তিনি ওসবর্নের বাড়ির পাশে ছিলেন।

তিনি বলেন, ‘আমার যখনই কোনো প্রয়োজন হতো ডাকলে তিনি বাসায় আসতেন। আমি বিশ্বাস করতে পারছি না যে, তিনি এ কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *