সাংহাইয়ে টাইফুনের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি শুরু

প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » সাংহাইয়ে টাইফুনের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি শুরু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : টাইফুন চানথু আঘাত হানতে পারে পূর্ব চীনের মহানগরী সাংহাইয়ে। এরই মধ্যে টাইফুনের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ক্ষয়ক্ষতি এড়াতে শত শত ফ্লাইট স্থগিত করা এবং হাজার হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর এএফপির।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভি জানিয়েছে, শহর কর্তৃপক্ষ কমপক্ষে ২৮ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিয়েছে। সোমবার সন্ধ্যায় ঝড়ের সঙ্গে ভূমিধসের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে প্রথমে গুয়াম এবং ফিলিপাইনের মধ্যে আবির্ভূত হওয়ার পরে চানথু দ্রুত গতিতে নিম্নচাপ থেকে এক সুপার টাইফুনে পরিণত হয়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫৭ কিলোমিটার (১৬০ মাইল)।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *