সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ( ৩০ ডিসেম্বর ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইর বাজার মূলধনও সর্বোচ্চ উচ্চতায় রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন ৪ লাখ ৪৮ হাজার ২৩০ কোটি ৫ লাখ ২২ হাজার টাকা। এর আগের দিন ছিল ৪ লাখ ৪৪ হাজার ২০৩ কোটি টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ৪ হাজার কোটি টাকার মূলধন বেড়েছে বিনিয়োগকারীদের।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, দিনের প্রথমদিকে সূচক উঠানামার মধ্যে দিয়ে লেনদেন হলেও শেষ দিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশ কিছু বড় কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির ফলে ডিএসইর প্রধান সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্টে বেড়ে ১ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর ফলে টানা ৬ কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হলো।

তাতে সবমিলে বুধবার (৩০ ডিসেম্বর) লেনদেন হয়েছে ১ হাজার ৫২৩ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৮৩ কোটি টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৭ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯২ দশমিক ৯২ পয়েন্টে। এদিন সিএসইতে ৭১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে হাত বদল হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ ডিসেম্বর , ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *