সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১০৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩০৭ পয়েন্ট।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দুই স্টক এক্সচেঞ্জে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৪৭০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৯৩ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে ২৭৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬১টির, কমেছে ৫৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৬ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৫ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *