হরতালে স্বাভাবিক ব্যাংক লেনদেন, তবে গ্রাহক কম

প্রচ্ছদ » Uncategorized » হরতালে স্বাভাবিক ব্যাংক লেনদেন, তবে গ্রাহক কম

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব নেই রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়ায়। স্বাভাবিক নিয়মে চলছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের কার্যক্রম। ব্যাংকগুলো সকাল থেকে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। তবে অন্যান্য দিনের চেয়ে গ্রাহক উপস্থিতি তুলনামূলক কম।

রোববার (২৮ মার্চ) সকালে ব্যাংকপাড়া ম‌তি‌ঝিল, দিলকুশা, ফ‌কি‌রাপুল, দৈ‌নিক বাংলা ঘু‌রে এ চিত্র দেখা গেছে।

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম।

হরতাল চলাকা‌লে রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে যানচলাচল স্বাভাবিক আছে। তবে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন কম চলাচল করছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছে সাঁজোয়া যান। পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা খণ্ড খণ্ড হরতাল বিরোধী মিছিল করছেন।

এসব এলাকায় রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেছে। পুলিশ টহলের পাশাপাশি দু-একটি জায়গায় রায়ট কার (পুলিশের সাঁজোয়া যান) নিয়ে রাস্তায় টহল দিতে দেখা যাচ্ছে।

ম‌তি‌ঝিল সোনালী ব্যাংকের লোকাল ব্রাঞ্চে গিয়ে দেখা যায়, বেশিরভাগ লেনদেনের কাউন্টারে গ্রাহক কম। দু-একটি গ্রাহকশূন্যও দেখা যায়। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গ্রাহক আসছেন না ব্যাংকে।

হরতাল কার্যক্রম প্রসঙ্গে সোনালী ব্যাংকের প্রধান কার্যাল‌য়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, হরতালে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক আছে। সব ধরনের সেবা দেওয়া হচ্ছে। সকাল থে‌কে যথা নিয়মেই ব্যাংকিং লেনদেন চলছে। কো‌নো সমস্যা নাই। গ্রাহকের উপস্থিতি একটু কম।

আল আরাফা ইসলামী ব্যাংকের টাকা জমা দিতে আসা সাব্বির হোসেন জানান, আমাদের পাইকারি ব্যবসা। একটি বিল বকেয়া ছিল। এটি আজকের মধ্যে জমা দিতে হবে, তাই ব্যাংকে এসেছি। ভিড় কম, খুব অল্প সময়ে জমা দিতে পারলাম।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ মার্চ, ২০২১।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০