হাইকোর্টের আদেশে ফার্স্ট ফাইন্যান্সের এজিএম স্থগিত

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » হাইকোর্টের আদেশে ফার্স্ট ফাইন্যান্সের এজিএম স্থগিত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রভিশন ঘাটতি থাকা সত্ত্বেও ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করায় দুর্নীতির অভিযোগে আনোয়ারুল ইসলাম নামের এক শেয়ারহোল্ডার আদালতে রিট আবেদন করেন (রিট পিটিশন নং. 8911/17)। উক্ত রিট আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের যৌথ বেঞ্চ এজিএম অনুষ্ঠান স্থগিত করে দেন। এজিএম স্থগিতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে বিষয়টি তদন্ত করতেও নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে কোম্পানিটির এজিএম হওয়ার কথা ছিল।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বরভিত্তিক কোম্পানিটির প্রভিশন ঘাটতি ৬ কোটি ৭০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক গত ১৯ এপ্রিল এক চিঠিতে কোম্পানিটিকে আগামী ডিসেম্বরের মধ্যে চার কিস্তিতে ঘাটতির পুরো টাকা সংরক্ষণ করতে বলেছে।

জানা গেছে, আর্থিক প্রতিষ্ঠানে আমানতের বিপরীতে সুদ প্রভিশন করার নিয়ম বাধ্যতামূলক থাকলেও ফার্স্ট ফাইন্যান্স তাও করেনি। এটা করা হলে ঘাটতির আকার আরও বাড়বে।

জানতে চাইলে ফার্স্ট ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মুহসিন মিয়া বলেন, ‘হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ১৫ জুনের ২৪তম এজিএম আপাতত স্থগিত করা হয়েছে। আমরা এখন স্থগিতাদেশ তুলে নেওয়ার জন্য উচ্চ আদালতে যাব।’ অবশ্য ছুটি শুরু হয়ে যাওয়ায় ঈদের আগে উচ্চ আদালতে যেতে পারছেন না বলেও জানান মুহসিন মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *