১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেল ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড

প্রচ্ছদ » Uncategorized » ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেল ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড

নিজস্ব প্রতিবেদক: ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মাধ্যেম শেয়ার ছেড়ে বাজার থেকে অর্থ উত্তলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৬০৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে দেড় কোটি শেয়ার বিক্রি করে কোম্পানিটি ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি মুলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাচামাল ও আইপিও বাবদ খরচ মেটাবে।

৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৩ পয়সা। একইসময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৪ টাকা ৮৭ পয়সা।

ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *