ডিএসই শেয়ারহোল্ডার নির্বাচনে ভোট গ্রহণ চলছে

প্রচ্ছদ » Uncategorized » ডিএসই শেয়ারহোল্ডার নির্বাচনে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ সকাল সাড়ে ১০টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসই শেয়ারহোল্ডার নির্বাচনে ২ পদের জন্য ৪ জন প্রার্থী লড়াই করছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।

নির্বাচনে প্রার্থীরা হলেন- কান্ট্রি স্টক বাংলাদেশ হাউজের ব্যবস্থাপনা পরিচালক খাজা আসিফ আহমেদ, ধানমন্ডি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান, র‍্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভূইয়া এবং সার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।

নির্বাচনে বিজয়ী ২ জন বর্তমান পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং খাজা গোলাম রসুলের স্থলাভিষিক্ত হবেন।

ভোট গণনা শেষে আজই ফলাফল জানাবে নির্বাচন কমিশন। তবে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে ডিএসইর ৫৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএমে)।

‘ডিএসই শেয়ারহোল্ডার ডাইরেক্টরস ইলেক্টশন রেগুলেশনস- ২০১৪’ অনুযায়ী এই নির্বাচন পরিচালিত হবে। এর জন্য ইতিমধ্যে তিন সদস্যের একটি ইলেকশন কমিশন গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *