আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যেই ভবন ছেড়ে দেয়ার ঘোষণা বিজিএমইএ’র

প্রচ্ছদ » Uncategorized » আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যেই ভবন ছেড়ে দেয়ার ঘোষণা বিজিএমইএ’র

নিজস্ব প্রতিবেদক : আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছয় মাসের মধ্যেই বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) তাদের ভবন ছেড়ে দিবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো.সিদ্দিকুর রহমান।

আজ রোববার বিজিএমই-এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিজিএমইএ একটি সম্মানজনক সংগঠন। কাজেই এটা ভাসমান থাকতে পারে না। সরকার আমাদের জন্য যে জায়গায় দিয়েছে আমরা সেখানেই চলে যাবো। উত্তরায় আমাদের নিজস্ব ভবনে চলে যাবো।’

ভবন ভাঙা প্রসঙ্গে তিনি বলেন, ভবন কিভাবে ভাঙা হবে এবং ব্যয় কেমন হবে তা আমরা আলোচনার মাধ্যমেই ঠিক করবো। এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

রোববার সকালে আপিল বিভাগ আগামী ছয় মাসের মধ্যে বিজিএমইএ ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। প্রধান বিচারপতির এসকে সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিজিএমইএ-এর পক্ষ থেকে ভবন সরাতে ৩ বছর সময়ের আবেদন করেন। এ নিয়ে শুনানি শেষে তাদের ছয় মাস সময় বেঁধে দেওয়া হলো।

এর আগে ৫ মার্চ বিজিএমইএ ভবন ভাঙতে কত সময় লাগবে, তা ৯ মার্চের মধ্যে জানিয়ে আবেদন করতে বলেছিলেন আপিল বিভাগ। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে বিজিএমইএ ভবন ভাঙার রায় বহাল রাখেন। গত বছরের ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৫ পৃষ্ঠার রায় প্রকাশিত হওয়ার পর রিভিউ আবেদন করেছিল বিজিএমইএ।

২০০৬ সালের ৮ অক্টোবর থেকে সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে হাতিরঝিলের মধ্যে অবস্থিত ভবনটি বিজিএমইএ’র প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০