গেইনারের শীর্ষে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » গেইনারের শীর্ষে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দর ৫০ পয়সা বা ২ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৫ বারে ৫৮ হাজার ৯৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ ৮৮ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৪৯ শতাংশ।
আজ শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানি ৫৭টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের ২ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৪৬ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১ হাজার ৪৮৪ বারে ২৮ লাখ ৫৯ হাজার ৭৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার টাকা।
গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, এনসিসিবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক এশিয়া লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, আইসিবি এমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।