ঘূর্ণিঝড় মোরা: চট্টগ্রাম -কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

প্রচ্ছদ » Uncategorized » ঘূর্ণিঝড় মোরা: চট্টগ্রাম -কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

নিজস্ব প্রতিবেদক: ধেয়ে আসছে, বঙ্গোপসাগরে সৃষ্ট মাঝারি মাত্রার ঘূর্ণিঝড় মোরা। যার গতিপথ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলমুখি। তাই, এই দুই উপকূলে ১০ নম্বর মহা বিপদ সংকেত আর মোংলা ও পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

বিপদ সংকেত জারির পর থেকেই একধরনের আতংক আছে উপকূলে। এদিকে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে চট্টগ্রামের প্রশাসন। উপকূলবাসির জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪৭৯টি আশ্রয়কেন্দ্র। গঠন করা হয়েছে ৪৮৪টি মেডিকেল টিম। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাবেসকদেরও। বাতিল করা হয়েছে স্বাস্থ্য বিভাগের সব চিকিৎসক ও কর্মচারির ছুটি।

সতর্কতা জারির পরপরই পণ্য ওঠানামা বন্ধ হয়েছে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙ্গরে। বন্দর চ্যানেল থেকে বাইরে পাঠিয়ে দেয়া হচ্ছে সব জাহাজকে। ঘূর্ণিঝড়ের বর্তমান গতিপথ অনুযায়ী ঝুঁকিতে রয়েছে কক্সবাজারও। তাই সেখানেও দুর্যোগ মোকাবিলায় নেয়া হয়েছে প্রস্তুতি। ৫৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার কথা বলেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *