ডিএসইতে দর বাড়ার শীর্ষে ডিবিএইচ

প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে দর বাড়ার শীর্ষে ডিবিএইচ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ডেল্টা ব্রাক হাউজিং ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ১০ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১২০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৫৮৭ বারে ১৫ লাখ ৯১ হাজার ৪৪৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১৮ কোটি ৬৭ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৫২ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৮৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

এদিন কোম্পানিটি ১ হাজার ৭২৫ বারে ২৫ লাখ ৩৯ হাজার ৯৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৭৬ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফিন্যান্সের ৩ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ২১ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্যালভো কেমিক্যাল, সিটি ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি, আইডিএলসি, ইসলামিক ফিন্যান্স, সেন্ট্রাল ফার্মা ও এবি ব্যাংক লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *