দর বাড়ার শীর্ষে আনলিমা ইয়ার্ন ডায়িং

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে আনলিমা ইয়ার্ন ডায়িং

anlima-yarnপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে অানলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড । এই দিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ২২০ বারে ১৩ লাখ ৩ হাজার ৬১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ ১৫ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭১৯ বারে ১৫ লাখ ৯৮ হাজার ৪৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা

ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ২৮ বারে ৩৭ লাখ ২৮ হাজার ১৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইসেস, প্যাসিফিক ডেনিমস, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও ইবনে সিনা র্ফ্মাসিউটিক্যালস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *