পুঁজিবাজারে আসতে ৩ বছর সময় লাগবে: এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান

প্রচ্ছদ » খেলা » পুঁজিবাজারে আসতে ৩ বছর সময় লাগবে: এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : প্রতিষ্ঠার ৫ম বছরে পর্দাপণ করলেও এখনই পুঁজিবাজারে আসছে না সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডর। ব্যাংকটির চেয়ারম্যান এস.এম. আমজাদ হোসাইন বলেন, আমরা পুঁজিবাজারে আসার জন্য প্রস্তুত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে পরামর্শ চেয়েছিলাম। তারা বলেছে, নতুন ব্যাংক হিসেবে আমাদেরকে আরও ৩ বছর সময় নিতে হবে।

প্রতিষ্ঠার ৫ম বছরে পর্দাপণ উপলক্ষে আজ সোমবার রাজধানীর মতিঝিলে এসবিএসি ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস.এম. আমজাদ হোসেন বলেন, ২০১০ সালের পর বর্তমানে অনেকটা ভালো অবস্থানে আছে দেশের পুঁজিবাজার। এর আগে দীর্ঘ সময় ধরে নড়বড়ে অবস্থায় ছিল পুঁজিবাজার। তাই ব্যাংক প্রতিষ্ঠার ৩ বছর পার হওয়ার পর পুঁজিবাজারে আসার নিয়ম থাকলেও আমরা তা করতে পারিনি।

এসবিএসির চেয়ারম্যান বলেন, আমরা পুঁজিবাজারে আসার জন্য প্রস্তুত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে পরামর্শ চেয়েছিলাম। তারা বলেছে, নতুন ব্যাংক হিসেবে আমাদেরকে আরও ৩ বছর সময় নিতে হবে।

প্রসঙ্গত, নতুন ব্যাংকগুলোর অনুমোদনের সময় যে সম্মতিপত্র (এলওআই) দেওয়া হয়েছিল তাতে শর্ত ছিল, কার্যক্রম শুরুর ৩ বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। সে হিসেবে প্রতিষ্ঠার ৫ বছরেও শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি ৪র্থ প্রজন্মের এসবিএসি ব্যাংক।

 

পুঁজিবাজার রিপোর্ট – সি/ ই/ ০৩ এপ্রিল , ২০১৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *