pacificপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্যাসিফিক ডেনিমস লিমিটেড (ইস্যুয়ার) এর ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যাতীত) ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির ৬৬৮তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্তে জানানো হয়, প্যাসিফিক ডেনিমস কর্তৃপক্ষ প্রাথমিক গণপ্রস্তাব সংক্রান্ত প্রসপেক্টাসে ব্যাংকের ঋণ পরিশোধের যে সময়সূচি ছিল, সে অনুযায়ী কোম্পানিটি সেই ঋণ পরিশোধ করেনি। কোম্পানি তাদের খরচ নির্বাহ করার ক্ষেত্রে ৫৯ লাখ ১১ হাজার ৭৫৯ টাকা সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে খরচ করেছে। বিএসইসির বিশেষ নিরীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

এই কার্যাবলীর মাধ্যমে প্যাসিফিক ডেনিমস কমিশনের পত্র নং-বিএসইসি/সিঅঅই/আইপিও-২৩১/২০১৪/৬৩২ ১০ নভেম্বর ২০১৬ এর পার্ট সি এর প্যারা ২, ৫ ও ৬ ভঙ্গ করেছে।

এছাড়াও, কমিশনের নিযুক্ত বিশেষ নিরীক্ষককে সহায়তা করেনি প্যাসিফিক ডেনিমস। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, আইপিওতে উত্তোলিত অর্থের ২০ কোটি ৯৮ লাখ ৬ হাজার ৬২৫ টাকা (যা ভবন নির্মাণ খাতে দেখানো হয়েছে) অপব্যবহার করেছে এবং কমিশনে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গ করেছে।

উল্লেখিত আইনসমূহ লঙ্ঘনের দায়ে এই জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এছাড়াও একই রশিদে একাধিকবার টাকা পরিশোধের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধ লেনদেন করায়, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে ওই অর্থ কোম্পানিতে ফেরত প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহণ পূর্বক আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রমাণাদিসহ কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০