বাড়ছে না শিক্ষক-কর্মচারীদের টাকা কেটে নেওয়ার হার

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » বাড়ছে না শিক্ষক-কর্মচারীদের টাকা কেটে নেওয়ার হার

নিজস্ব প্রতিবেদক : পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর দাবির মুখে অবসর ও কল্যাণসুবিধার জন্য তাদের কাছ থেকে কেটে নেওয়া টাকার হার বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

শিক্ষামন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কল্যাণ ও অবসর সুবিধার ফান্ডে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার সরকারি অংশ থেকে প্রতি মাসে মোট ১০ শতাংশ টাকা চাঁদা বাবদ কাটতে গেজেট জারি করা হয় জুন মাসের ১৫ ও ২০ তারিখে। নতুন গেজেট অনুযায়ী কল্যাণ ট্রাস্টের চাঁদা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ এবং অবসরের চাঁদা ৪ থেকে ৬ শতাংশ করা হয়। গেজেটে স্বাক্ষর করেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন।

গেজেটের কার্যকারিতা স্থগিত করার ফলে এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের বেতন থেকে আগের মতোই অবসর ফান্ডে ৪ শতাংশ ও কল্যাণ ফান্ডে ২ শতাংশ টাকা কাটা হবে।

গেজেট স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক সংগঠনগুলো।

বর্ধিত চাঁদার গেজেট জারির পর বিভিন্ন শিক্ষক সংগঠন মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন কর। তাদের যুক্তি ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়নি সরকার কিন্তু চাঁদার পরিমাণ বাড়িয়ে দিয়েছে যা অনুচিত হয়েছে। তাই গেজেট বাতিলের দাবি জানান সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। অবসরের পরপরই টাকা পাওয়ার কথা থাকলেও এ জন্য এখন তাদের চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *