বিমান দুর্ঘটনা : শাহরীন আহমেদ ফিরছেন আজ, কাল আরও ৩ জন

প্রচ্ছদ » Uncategorized » বিমান দুর্ঘটনা : শাহরীন আহমেদ ফিরছেন আজ, কাল আরও ৩ জন

aircrasপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় আহত শাহরীন আহমেদকে দেশে আনা হবে আজ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত। এছাড়া আগামীকাল আরও ৩ জনকে দেশে আনা হবে বলেও জানান তিনি।

বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে এরই মধ্যে বাংলাদেশ থেকে সাত সদস্যের একটি মেডিকেল টিম নেপালের উদ্দেশে রওয়ানা করেছে। সাত সদস্যের এ টিমের নেতৃত্ব দেবেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেলিন। অন্য সদস্যরা হলেন- একই ইউনিটের ডা. হোসেন ইমাম, ডা. মনসুর রহমান, জাতীয় অর্থপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) ডা. মুশফিকুর রহমান লিটন, ডা. রিয়াদ মজিদ, ঢামেক হাসপাতালের ফেরদৌস রহমান ও ডা. আব্দুল্লাহ আল মামুন।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া শাহরীন আহমেদ একজন স্কুল শিক্ষিকা। বন্ধুর সাথে প্রথমবারের মতো নেপাল বেড়াতে গিয়েছিলেন তিনি। বিমান বিধ্বস্ত হওয়ার শুরু থেকে শেষ সবটাই ঘটেছে চোখের সামনে। কিন্তু বাঁচাতে পারেননি বন্ধুকে। দুর্ঘটনার পর কাঠমান্ডুর মেডিকেল কলেজ টিচিং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন শাহরীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *