ভিনগ্রহীর গুলিতে রুশ সেনা হয়ে যান পাথর!

প্রচ্ছদ » Uncategorized » ভিনগ্রহীর গুলিতে রুশ সেনা হয়ে যান পাথর!

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ১৯৯৩ সাল। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছিলেন দেশটির কয়েকজন সেনাসদস্য। হঠাৎ আকাশে একটি অপরিচিত আকাশযান (ইউএফও) দেখতে পান তাঁরা।

সঙ্গে সঙ্গে তাঁরা ওই আকাশযানটি ক্ষেপণাস্ত্র ছুড়ে মাটিতে নামান। বিধ্বস্ত আকাশযান থেকে বের হয়ে আসে পাঁচটি ভিনগ্রহী। একে একে ২৩ জন সেনাসদস্যকে হত্যা করে তারা। ভিনগ্রহীর গুলিতে তাঁরা পাথরে পরিণত হন!

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি গোপন নথিতে এভাবেই বলা হয়েছে ঘটনাটি। নথিটি সিআইএর অফিশিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। ইউক্রেনের একটি খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদন থেকে ঘটনাটি নথিভুক্ত করে তারা।

ঘটনাটি প্রমাণে খবরের কাগজটি রাশিয়ার তৎকালীন গোয়েন্দা সংস্থা কেজিবির ২৫০ পৃষ্ঠার একটি দলিল প্রকাশ করে। সেখানে বিভিন্ন ছবি ও প্রত্যক্ষদর্শীদের স্বীকারোক্তি বর্ণনা করা ছিল।

সে সময় ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা এক সেনাসদস্য জানান, মাটি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দিয়ে ওই আকাশযানটি ভূপতিত করা হয়। ওই যান থেকে মানুষের মতো দেখতে পাঁচটি প্রাণী বের হয়। তাদের অনেক বড় মাথা ও কালো চোখ ছিল। তাদের শরীর থেকে উজ্জ্বল আলো বের হচ্ছিল।

মাত্র দুজন সেনাসদস্য সেদিন বেঁচে ফিরতে পেরেছিলেন বলে সিআইএর ওই নথিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *