মার্চেন্ট ব্যাংকের প্রভিশন নিয়ে কমিশনের নির্দেশনা জারি

প্রচ্ছদ » Uncategorized » মার্চেন্ট ব্যাংকের প্রভিশন নিয়ে কমিশনের নির্দেশনা জারি

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে মূল্য হ্রাসজনিত ক্ষতির বিপরীতে মার্চন্ট ব্যাংকগুলোও প্রভিশন সংরক্ষন সুবিধা পাবে। এর জন্য নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর আগে বিএসইসি ৬৬৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে মূল্য হ্রাসজনিত কারনে এতোদিন আর্থিক প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডগুলো প্রভিশন সংরক্ষন সংক্রান্ত সুবিধা পেত। তবে আবেদনের প্রেক্ষিতে মার্কেন্ট ব্যাংকগুলোকেও এই সুবিধা পাবে।

এখন থেকে মার্চেন্ট ব্যাংকগুলোকে নিম্নোক্ত পদ্ধতি অনুসরনে প্রভিশন সংরক্ষন করতে হবে।

১. মেয়াদি ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে : ফেয়ার ভ্যালু বাজার মূল্যে এনএভি’র ৮৫ শতাংশের কম হলে (মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য – চলতি বাজার মূল্যে নিট সম্পদ মূল্যের ৮৫%)

আর ফেয়ার ভ্যালু বাজার মূল্যে এনএভি’র ৮৫ শতাংশের বেশি হলে (মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য – ফেয়ার ভ্যালু)

২. বে-মেয়াদি ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে : ( বে-মেয়াদি ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য – বে-মেয়াদি ইউনিটের পূন:ক্রয় মূল্য এর সর্বোচ্চ ৫% ডিসকাউন্ট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *