মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ তামিম

প্রচ্ছদ » Uncategorized » মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ তামিম

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে প্রশংসায় ভাসালেন ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে জয়ের নায়ক তামিম ইকবাল।

টাইগার ড্যাশিং ওপেনার তামিম বলেন, ‘মাশরাফি ভাইকে দেখে আমাদের শেখা উচিত। দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় তিনি। বিশেষ করে ফিল্ডিংয়ে উনার চেষ্টা সত্যিই দুর্দান্ত।’

আমরা হয়তো সব ম্যাচ নাও জিততে পারি। কিন্তু ওনার (মাশরাফি) মতো মনোভাব যদি সবার মধ্যে থাকে, তাহলে অনেক কঠিন কাজই সহজ হয়ে যাবে।’

দলের মধ্যে একটা দারুণ বন্ধন তৈরি করেছেন মাশরাফি ভাই উল্লেখ করে তামিম বলেন, ‘দল হিসেবে আমরা এখন দারুণ করছি। সবার মধ্যে মধুর একটা বন্ধন রয়েছে, আপনি যদি ফিল্ডিং দেখেন, সব খেলোয়াড়ের সম্পৃক্ততা দেখেন, তাহলে সেটা আঁচ করতে পারবেন। আমি চাই, এটা বজায় থাকুক।’

মাশরাফি বিন মর্তুজাকে দলের সব খেলোয়াড়ই ভীষণ পছন্দ করেন। তার নেতৃত্বগুণ, বন্ধুসুলভ মনোভাব এরই মধ্যে মুগ্ধ করেছে অনেককে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লঙ্কানদের ৯০ রানে পরাজিত করে বাংলাদেশ। টাইগারদের হয়ে ব্যাট হাতে বড় অবদান ছিল তামিম ইকবালের। দলকে উপহার দিয়েছেন ১২৭ রানের নরজরকাড়া ইনিংস। নির্বাচিত হন ম্যাচ সেরা।

উল্লেখ্য, জয়টা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম। আর লঙ্কানদের মাটিতে দ্বিতীয়। এই জয়ে ফলে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে থাকল সাকিব-তামিমরা। ২৮ মার্চ একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *