মোটরগাড়ি পেলেন ইমরান এইচ সরকার

প্রচ্ছদ » Uncategorized » মোটরগাড়ি পেলেন ইমরান এইচ সরকার

imran h sarkarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কুড়িগ্রামের ৪টি আসনে ৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে ৪ জন স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন দলের হয়ে ৩২ জন নির্বাচনী লড়াই লড়বেন।

৪টি আসনের মধ্যে ৩টি আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকলেও কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ১৩ জন, কুড়িগ্রাম-৩ আসনে ৮ জন, কুড়িগ্রাম-২ আসনে ৭ জন এবং কুড়িগ্রাম-১ আসনে ৮ জন প্রার্থী রয়েছেন।

সোমবার সকালে জেলা প্রশাসক হলরুমে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বিতরণ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা পারভীন।

হাইকোর্টে আপিল করে কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মোটর গাড়ি (কার) প্রতীক পেয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ডাব প্রতীকে ইমান আলী, কুড়াল প্রতীকে মো. ইউনুছ আলী এবং সিংহ প্রতীক পেয়েছেন সাবেক এমপি মো. গোলাম হাবিব।

এদিকে জাতীয় পার্টির মোহাম্মদ আসরাফ উদ দৌলা লাঙ্গল প্রতীক, আজিজুর রহমান বিএনপির ধানের শীষ প্রতীক, আনছার উদ্দিন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবুল বাশার মঞ্জু মই প্রতীক, গণতন্ত্রী পার্টির আব্দুস সালাম কালাম কবুতর প্রতীক, আওয়ামী লীগের জাকির হোসেন নৌকা প্রতীক, ওয়ার্কাস পার্টির মহী উদ্দিন আহমেদ কোদাল প্রতীক, গণফোরামের মাহফুজার রহমান উদীয়মান সূর্য্য প্রতীক, জাকের পার্টির শাহ আলম গোলাম ফুল প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

কুড়িগ্রাম-৩ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় দলীয় ৮ জন প্রার্থীকে প্রতীক দেয়া হয়। তারা হলেন, আওয়ামী লীগের অধ্যাপক এমএ মতিন নৌকা প্রতীক, জাতীয় পার্টির ডা. আক্কাছ আলী সরকার লাঙ্গল প্রতীক, বিএনপির তাসভীর উল ইসলাম ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা মিঞা হাতপাখা, কমিউনিস্ট পার্টির দেলওয়ার হোসেন কাস্তে, জাতীয় পার্টির (জেপি) মনজুরুল হক বাইসাইকেল, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান গামছা প্রতীক, বাসদের সাইদ আখতার আমীন মই প্রতীক পেয়েছেন।

কুড়িগ্রাম-২ আসনে স্বতন্ত্র প্রার্থী না থাকায় দলীয় ৭ জন প্রার্থীকে প্রতীক দেয়া হয়। তারা হলেন, জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ লাঙ্গল, বিকল্পধারা বাংলাদেশের আবুল বাশার কুলা, গণফোরাম (ঐক্যফ্রন্ট) আ ম সা আ আমিন ধানের শীষ, কমিউনিস্ট পার্টির উপেন্দ্র নাথ রায় কাস্তে, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আব্দুর রশিদ আম, ইসলামী আন্দোলনের মোকছেদুর রহমান হাতপাখা ও বাসদের মোনাব্বর হোসেন মই প্রতীক পেয়েছেন।

কুড়িগ্রাম-১ আসনেও কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় শুধু দলীয় প্রার্থীদের মধ্যে প্রতীক দেয়া হয়। এখানে দলীয় পেয়েছেন, আছলাম হোসেন সওদাগর আওয়ামী লীগের নৌকা, একেএম মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টির লাঙ্গল, সাইফুর রহমান রানা বিএনপির ধানের শীষ, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান প্রধান হাতপাখা, আব্দুল হাই জাকের পার্টির গোলাপ ফুল, জাহিদুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম, রশীদ আহমেদ জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল ও তরিকত ফেডারেশনের কাজী লতিফুল কবির রাসেল ফুলের মালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০