যাত্রা শুরু করলো টিম ক্যাড সেন্টার

প্রচ্ছদ » Uncategorized » যাত্রা শুরু করলো টিম ক্যাড সেন্টার

auto-caddপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মানসম্পন্ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করলো টিম ক্যাড সেন্টার। সোমবার সকালে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অটো ক্যাড প্রশিক্ষণ, সম্ভাবনাসহ নানা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে টিম ক্যাড সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিকুল ইসলাম মিঠু বলেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে ক্যাড সেন্টার বিশ্বব্যাপী সুপরিচিত। এই সেন্টারের ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমরা গত ৮ বছরে ৩ হাজারের বেশি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় সবারই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এবার আমরা নতুন করে শুরু করছি। নতুন জায়গায় আরো বড় পরিসরে আমাদের কেন্দ্র চালু করেছি।

ক্যাড সেন্টার ট্রেনিং সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক এস কে সেলভান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজ করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজির হেড অব সফটওয়্যার ডিস্ট্রিবিউশন মিরশাদ হোসেন এবং ক্যাড সেন্টার ট্রেনিং সার্ভিসের হেড অব অপারেশন্স সুনীল টোনগারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *