রিয়াল মাদ্রিদকে বিদায় বললেন পেপে

প্রচ্ছদ » Uncategorized » রিয়াল মাদ্রিদকে বিদায় বললেন পেপে

ক্রীড়া ডেস্ক : আশা করেছিলেন আরো দুই বছর থাকার জন্য প্রস্তাব পাবেন। কিন্তু পেয়েছেন মাত্র এক বছরের প্রস্তাব। তাই কিছুটা অভিমানেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন পেপে। পর্তুগিজ ডিফেন্ডার কাল ভক্তদের জানিয়ে দিয়েছেন, সান্তিয়াগো বার্নাব্যুতে আর থাকা হচ্ছে না তার।

রিয়াল মাদ্রিদে ১০ বছর কাটিয়ে দেওয়া পেপে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘২০০৭ সালের ১২ জুলাই আমি রিয়াল মাদ্রিদে এসেছিলাম, যেখানে আসার স্বপ্ন দেখতাম শৈশবের প্রতিটা দিন। আজ, ১০ বছর পর আমি এই ব্যাজ পরা বন্ধ করব। প্রত্যেক দিন আমি এই শার্ট পরতাম।’

এতদিন পাশে থাকায় ভক্ত-সমর্থক, সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ৩৪ বছর বয়সি ডিফেন্ডার, ‘আজ আমি কেবল আপনাদের ধন্যবাদ দিতে পারি, যারা আমাকে সমর্থন করেছেন। আপনারা আমার সঙ্গে এই সুন্দর গল্প লিখেছেন। সকল বন্ধু, সহকর্মীদের ধন্যবাদ।’

পেপে রিয়ালের হয়ে তিনটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগসহ বেশ কিছু শিরোপা জিতেছেন। মাঠে অসদাচরণের কারণে প্রায়ই সমালোচিত হতে হয়েছে তাকে। পর্তুগিজ ডিফেন্ডারের পরবর্তী ঠিকানা হতে পারে ফরাসি ক্লাব পিএসজি। ইংলিশ প্রিমিয়ার লিগে পাড়ি জমানোর সম্ভাবনাও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *