রোজা না রেখে প্রকাশ্যে ধূমপান করায় কারাদণ্ড

প্রচ্ছদ » Uncategorized » রোজা না রেখে প্রকাশ্যে ধূমপান করায় কারাদণ্ড

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :রমজান চলাকালে তিউনিসিয়ায় প্রকাশ্যে ধূমপান করার কারণে এক ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এ ঘটনার নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিজের্তে শহরে এ ঘটনাটি ঘটেছে।

বিবিসি জানায়, পাবলিক প্লেসে অভদ্র আচরণের দায়ে ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার রমজান মাসেও যেন প্রকাশ্যে পানি ও খাবারদাবার গ্রহণ করা যায় এই দাবি আদায়ে বহু মানুষ রাজধানী তিউনিসে বিক্ষোভ করে। সিগারেট হাতে ধূমপানরত তিউনিসিয়ার ওই বিক্ষোভকারী ‘যদি তুমি রোজা রাখো, আর আমি খাই-তাতে কেন তোমার সমস্যা হবে?’ ফরাসী ভাষায় লেখা এমন একটি প্ল্যাকার্ড বহন করছিল।

তবে আদালতের এমন রায় ব্যক্তিগত স্বাধীনতাকে ‘চরমভাবে ক্ষুণ্ন’ করেছে বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলছে, রমজান মাসে প্রকাশ্যে খাওয়া যাবে না বা ধুমপান করা যাবে না, এমন কোনো আইন তিউনিসিয়ায় নেই।

এর প্রায় দুই সপ্তাহ আগে, জনসম্মুখে খাওয়ার জন্য চার ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *