লেনদেন ও দর বাড়ার শীর্ষে এবি ব্যাংক

প্রচ্ছদ » Uncategorized » লেনদেন ও দর বাড়ার শীর্ষে এবি ব্যাংক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার ও লেনদেনের শীর্ষে রয়েছে এবি ব্যাংক লিমিটেড। এদিন শেয়ারটির দর ২ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭ হাজার ৯২২ বারে ২ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৭৩ কোটি ৬২ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। এদিন ফান্ডটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৯ দশমিক ৪৭ শতাংশ। আজ ফান্ডটির ইউনিট সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

এদিন ফান্ডটি ১০১ বারে এক লাখ ১০ হাজার ১১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজের ২ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজম্যান্ট ফান্ড, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও স্যালভো কেমিক্যাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *