শতভাগ দরপতনে ভ্রমণ ও অবকাশ খাত

প্রচ্ছদ » Uncategorized » শতভাগ দরপতনে ভ্রমণ ও অবকাশ খাত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি শতভাগ শেয়ার দর হারিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই তথ্য অনুযায়ী, আজ লেনদেন শেষে ভ্রমণ ও অবকাশ খাতে থাকা মোট ৪টি কোম্পানির মধ্যে লেনদেনে অংশ নেওয়া ৩টি কোম্পানির দর কমেছে। অন্য কোম্পানিটি লেনদেনে অংশ নেয়নি।

এর মধ্যে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের ৪০ পয়সা বা ১ দশমিক ২৫ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ৩০ পয়সা বা দশমিক ৫৪ শতাংশ এবং ইউনাইটেড এয়ারওয়েস (বিডি) লিমিটেডের ১০ পয়সা বা ১ দশমিক ৩২ শতাংশ দর কমেছে।

এছাড়া এ খাতে থাকা বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড আজ লেনদেনে অংশ নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *