সাপ্তাহিক রিটার্নে দর হারিয়েছে ১৫ খাত

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক রিটার্নে দর হারিয়েছে ১৫ খাত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) হারিয়েছে ১৫ খাতে। অন্যদিকে দর বেড়েছে বাকি ৫ খাতের।
ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেবা ও আবাসন খাতে। এই খাতে ৩ দশমিক ৩ শতাংশ দর কমেছে। এরপরে ব্যাংক খাতে ২ দশমিক ৫ শতাংশ দর কমেছে।
অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ২ শতাংশ, সাধারণ বিমা খাতে ১ দশমিক ৭ শতাংশ, প্রকৌশল খাতে ১ দশমিক ৫ শতাংশ, আর্থিক খাতে ১ দশমিক ৫ শতাংশ, জীবন বিমা খাতে ১ দশমিক ৪ শতাংশ দর কমেছে।

এছাড়া ওষুধ খাতে ১ দশমিক ৩ শতাংশ, টেলিকম খাতে ১ দশমিক ৩ শতাংশ, জ্বালানী বিদ্যুৎ খাতে ১ দশমিক ২ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ১ শতাংশ, পর্যটন ও ভ্রমণ খাতে দশমিক ৯ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৪ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৪ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ডে দশমিক ২ শতাংশ (রিটার্ন) দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে বাকী ৫ খাতে। এই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে। এই খাতে ৬ শতাংশ দর বেড়েছে। এরপরে বস্ত্র খাতে ৩ দশমিক ৭০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ৩ দশমিক ৫ শতাংশ, পাট খাতে ৩ দশমিক ৪ শতাংশ এবং খাদ্য-আনুসঙ্গিক খাতে ১ দশমিক ২ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *