১ লাখ ১৯ হাজার কোটি টাকার আরএডিপি

প্রচ্ছদ » Uncategorized » ১ লাখ ১৯ হাজার কোটি টাকার আরএডিপি

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের (২০১৬-১৭) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আকার ১ লাখ ১৯ হাজার ২৯৫ কোটি ৯৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে সংশোধিত এডিপি’র অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী চেয়ারপারসন শেখ হাসিনা।

আরএডিপি বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৭৭ হাজার ৭০০ কোটি, বৈদেশিক সহায়তা থেকে ৩৩ হাজার কোটি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৫৯৫ কোটি ৯৭ টাকা অর্থায়ন করা হবে।

মূল এডিপির আকার ছিল ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বাদ দেয়া হয়েছে ৪ হাজার ৫০ কোটি ৩ লাখ টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে পরিবহন খাতে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এবং পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী জানান, আগামী মে মাসে আবারও সংশোধিত এডিপি নিয়ে বৈঠক করা হবে। এডিপি বাস্তবায়ন হার অনেক ভাল বলেও মন্তব্য করেন তিনি।

পদ্মা সেতুর বিষয়ে তিনি বলেন, এটি স্বপ্নের প্রকল্প হওয়ায় পুরো অর্থবছরে যা ব্যয় করতে পারে তাই পদ্মা সেতুর বরাদ্দ।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নেগেটিভ প্রপাগান্ডা করে লাভ নেই। দেশের ওপর বিশ্বাস রাখতে হবে। জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে হলে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে। এজন্য সরকারকে জিডিপির ৭ ভাগের মতো বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি বলেন, সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে পরিবহন খাতে। এ খাতে বরাদ্দের পরিমাণ ২৫ হাজার ৩৫৯ কোটি ৬০ লাখ টাকা। ভৌত-পরিকল্পনা-পানি সরবরাহ ও গৃহায়ন খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ১৩ হাজার ৯৭৭ কোটি ৪৬ লাখ টাকা দেওয়া হয়েছে। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষা ও ধর্ম খাতে ১২ হাজার ৭১২ কোটি ৯৭ কোটি টাকা এবং চতুর্থ বরাদ্দ দেয়া হয়েছে বিদ্যুৎ খাতে ১২ হাজার ৩৪৭ কোটি ৫৭ লাখ টাকা।

সংশোধিত এডিপিতে বেড়েছে প্রকল্পের সংখ্যা। মূল এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প ছিল ১ হাজার ২৭৮টি। সেখান থেকে ৩০৩টি বাড়িয়ে সংশোধিত এডিপিতে প্রকল্প সংখ্যা দাঁড়াচ্ছে ১ হাজার ৫৮১টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২৫৫টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৫৪টি, জেডিসিএফ প্রকল্প ৬টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ১৬৬টি প্রকল্প রয়েছে। এগুলোর মধ্যে নতুন অনুমোদিত প্রকল্প রয়েছে ২৭২টি১ লাখ ১৯ হাজার কোটি টাকার আরএডিপি ২০১৭ ফেব্রুয়ারি ২৮ ১৩:৪৩:৩৩ ২০১৭ ফেব্রুয়ারি ২৮ ১৪:৩০:০০

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি অর্থবছরের (২০১৬-১৭) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আকার ১ লাখ ১৯ হাজার ২৯৫ কোটি ৯৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে সংশোধিত এডিপি’র অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী চেয়ারপারসন শেখ হাসিনা।

আরএডিপি বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৭৭ হাজার ৭০০ কোটি, বৈদেশিক সহায়তা থেকে ৩৩ হাজার কোটি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৫৯৫ কোটি ৯৭ টাকা অর্থায়ন করা হবে।

মূল এডিপির আকার ছিল ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বাদ দেয়া হয়েছে ৪ হাজার ৫০ কোটি ৩ লাখ টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে পরিবহন খাতে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এবং পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী জানান, আগামী মে মাসে আবারও সংশোধিত এডিপি নিয়ে বৈঠক করা হবে। এডিপি বাস্তবায়ন হার অনেক ভাল বলেও মন্তব্য করেন তিনি।

পদ্মা সেতুর বিষয়ে তিনি বলেন, এটি স্বপ্নের প্রকল্প হওয়ায় পুরো অর্থবছরে যা ব্যয় করতে পারে তাই পদ্মা সেতুর বরাদ্দ।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নেগেটিভ প্রপাগান্ডা করে লাভ নেই। দেশের ওপর বিশ্বাস রাখতে হবে। জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে হলে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে। এজন্য সরকারকে জিডিপির ৭ ভাগের মতো বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি বলেন, সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে পরিবহন খাতে। এ খাতে বরাদ্দের পরিমাণ ২৫ হাজার ৩৫৯ কোটি ৬০ লাখ টাকা। ভৌত-পরিকল্পনা-পানি সরবরাহ ও গৃহায়ন খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ১৩ হাজার ৯৭৭ কোটি ৪৬ লাখ টাকা দেওয়া হয়েছে। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষা ও ধর্ম খাতে ১২ হাজার ৭১২ কোটি ৯৭ কোটি টাকা এবং চতুর্থ বরাদ্দ দেয়া হয়েছে বিদ্যুৎ খাতে ১২ হাজার ৩৪৭ কোটি ৫৭ লাখ টাকা।

সংশোধিত এডিপিতে বেড়েছে প্রকল্পের সংখ্যা। মূল এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প ছিল ১ হাজার ২৭৮টি। সেখান থেকে ৩০৩টি বাড়িয়ে সংশোধিত এডিপিতে প্রকল্প সংখ্যা দাঁড়াচ্ছে ১ হাজার ৫৮১টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২৫৫টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৫৪টি, জেডিসিএফ প্রকল্প ৬টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ১৬৬টি প্রকল্প রয়েছে। এগুলোর মধ্যে নতুন অনুমোদিত প্রকল্প রয়েছে ২৭২টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০