ট্রাম্পের উপদেষ্টা কমিশনের ১০ সদস্যের পদত্যাগ

প্রচ্ছদ » Uncategorized » ট্রাম্পের উপদেষ্টা কমিশনের ১০ সদস্যের পদত্যাগ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ান-আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ (এএপিআই) বিষয়ক উপদেষ্টা কমিশনের ১০ সদস্য পদত্যাগ করেছেন। সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞাসহ ট্রাম্পের কিছু নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা পদত্যাগ করেছেন বলে শুক্রবার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে।

কমিশনের ২০ সদস্যের মধ্যে ছয়জন জানুয়ারিতে ট্রাম্পের শপথ নেওয়ার পর পদত্যাগ করেছিলেন। এরা সবাই অবশ্য প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নিয়োগ পাওয়া।

ট্রাম্পের কাছে লেখা চিঠিতে ১০ সদস্য বলেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আমরা এমন একজন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে চাই না যার প্রণীত নীতি আমাদের নীতি, লক্ষ্য ও দায়িত্বের সঙ্গে বিপরীতমুখী।’

১৫ ফেব্রুয়ারি তারিখ দেওয়া চিঠিটিতে লেখা হয়েছে, ‘আপনার অভিবাসী, শরণার্থি, মানুষের বর্ণ ও মানুষের ভিন্ন বিশ্বাসের ওপর অনাস্থা, হুমকির বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি।’

এতে আরো বলা হয়েছে, ‘ আপনার প্রশাসনের প্রত্যেক সদস্যকে আমেরিকান নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শণ করতে এবং নাগরিক অধিকার রক্ষা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত সবার কাছে কেন্দ্রীয় সরকারের যাওয়ার সুযোগ অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

May ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১