দেশের সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা গোপালগঞ্জে

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » দেশের সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা গোপালগঞ্জে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের পশ্চিম কান্দি গ্রামে ৬০ ফুট দীর্ঘ সরস্বতী প্রতিমায় অঞ্জলী দিয়েছেন ভক্তরা। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো এতবড় সরস্বতী প্রতিমা দেখতে আশপাশের কয়েকটি জেলা ও উপজেলার উৎসুক মানুষ ভিড় করেন প্রতিমার সামনে।

প্রতিমাটি তৈরি করেছেন শিল্পী শ্রীবাস গাইন। ৩ জন সহকারী শিল্পীকে সাথে নিয়ে ২০ দিনের প্রচেষ্টায় তৈরি হয়েছে এ প্রতিমাটি। শিল্পী শ্রীবাস গাইনের দাবি ‘এটিই দেশের সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা’।

এদিকে পূজা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে জেলায়। দু’দিনব্যাপী কবিগানের আয়োজন ছাড়াও বসেছে গ্রামীণ মেলা।

পূজা আয়োজক কমিটির কোষাধ্যক্ষ কমলেশ বিশ্বাস জানান, ভিন্ন রকম কোনো আয়োজনের উদ্দেশ্য থেকেই আমাদের এই দীর্ঘ প্রতিমা তৈরি হয়েছে। সরস্বতী মায়ের ভক্তরা এখানে এসে অঞ্জলির দিয়েছেন তাই আমাদের এই আয়োজন সার্থক হয়েছে।

কলেজছাত্রী নুপুর সাহা বলেন, বন্ধুদের কাছে শুনে ৬০ ফুট প্রতিমা দেখতে এসে আমি অবাক হয়েছি। এতো বড়ো প্রতিমা এর আগে আমি কখনোই দেখিনি।

কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম বাড়ৈ বলেন, আমার ইউনিয়নে এমন একটি আয়োজনে আমি আনন্দিত।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ ফেব্রুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

May ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১