১২ সেপ্টেম্বর থেকে পূর্বের কর্মঘণ্টায় চলবে ইবি

প্রচ্ছদ » সারাদেশ » ১২ সেপ্টেম্বর থেকে পূর্বের কর্মঘণ্টায় চলবে ইবি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি): আগামী ১২ সেপ্টেম্বর থেকে পূর্বের কর্মঘণ্টায় চলবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কার্যক্রম। ওইদিন থেকে সশরীরে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্বাবিদ্যালয়ের তত্ত্বীয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অফিসসমূহ আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর (রোববার) থেকে এই আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দেয় ইবি কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর যেকোনো বিভাগ চাইলেই সশরীরে পরীক্ষা নিতে পারবে বলে জানানো হয়।

 

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৯ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

June ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০