অনূর্ধ্ব-১৬ দলের জয় দিয়ে চীন সফর শেষ

প্রচ্ছদ » খেলা » অনূর্ধ্ব-১৬ দলের জয় দিয়ে চীন সফর শেষ

পুঁজিবাজার রিপোর্ট ক্রীড়া প্রতিবেদক : নিজেদের সেরাটার প্রমাণ দিয়ে চীন সফর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দল। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল তার স্বাক্ষর রেখেছে।

বুধবার চীন সফরে নিজেদের শেষ ম্যাচে চীন অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল দলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে।

এই সফরে বাংলাদেশের মেয়েরা পাঁচটি ম্যাচ খেলে। তিনটি ম্যাচ খেলে চীন অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে। এই তিন ম্যাচের প্রথমটিতে হেরে যায় স্বপ্না-কৃষ্ণারা। পরের ম্যাচে ড্র করে। আর আজ শেষ ম্যাচে ৩-১ ব্যবধানের জয় তুলে নেয়। সাংসির প্রাদেশিক অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পায়। আর দ্বিতীয় ম্যাচে জয় পায় ৩-০ ব্যবধানে। সব মিলিয়ে পাঁচ ম্যাচের ৩টিতে জয়, ১টিতে ড্র ও ১টিতে হার মানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

বুধবার সাংসি প্রদেশের জিয়ানের অলিম্পিক স্পোর্টস ভিলেজ মাঠে ম্যাচের ৮ মিনিটেই সিরাত জাহান স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ২৩ মিনিটের মাথায় স্বপ্না তার জোড়া গোল পূর্ণ করে বাংলাদেশকে এগিয়ে নেয় ২-০ ব্যবধানে। ৪৫ মিনিটে স্বপ্না আরো একটি গোলের দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। গোলের দেখা পেলে হ্যাটট্রিক করতে পারতেন তিনি। প্রতিপক্ষ গোল না পেলেও বাংলাদেশের উপর চাপ তৈরি করে খেলতে থাকে।

৬৬ মিনিটে বাংলাদেশের রতœা গোলের সুযোগ মিস করেন। ম্যাচের শেষ দশ মিনিটে দারুণ লড়াই হয় উভয় দলের মধ্যে। ৮৭ মিনিটে বাংলাদেশের লেফট উইঙ্গার মনিকা চাকমা গোল করে ব্যবধান ৩-০ করেন। ম্যাচের অন্তিম মুহূর্তে চীনের লিউ গোল করে ব্যবধান কমান। কিন্তু হার এড়াতে পারেননি। ম্যাচে উভয় দলের বলের দখল প্রায় সমান ছিল। উভয় দল অফ এবং অন টার্গেটে ১০টি করে শট নেয়। বাংলাদেশ ৬টি কর্নার পায়। পক্ষান্তরে চীন পায় ৩টি কর্নার।

চীনের সাংসি প্রদেশের রাজধানী জিয়ানে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে গেল বৃহস্পতিবার চীনে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। অন্যান্যবারের মতো এবারও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতা দেয় ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। আগামীকাল ২৭ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে অনূর্ধ্ব-১৬ দল।

মূলত সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ এটি।

উল্লেখ্য, এর আগে ওয়ালটন গ্রুপ ভারতে অনুষ্ঠিত সাফে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে। এবার চীন সফরেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

আর্কাইভস

March ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১